পুনরায় বনানী ক্লাবের সভাপতি নির্বাচিত রুবেল আজিজ

বনানী ক্লাবের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জনাব রুবেল আজিজ। আগামী বছরের জন্য (২০২১-২২ সাল) বনানী ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। গতকাল বনানী ক্লাবের নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।

এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আরো ১০ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিত সদস্যরা হলেন মো. আরফাতুর রহমান, মকিন-উর-রশিদ, মো. আব্দুল গাফ্ফার, মেহজাবীন ভূঁইয়া, আজিজুল আবেদীন, মাহমুদুল ইসলাম পারভেজ, মো. শরীফ উল্লাহ, সোনিয়া সেহেলী বিনতে কাশেম, ইমতিয়াজ আহমেদ ও সালমা হোসেন।

শনিবার (১১ ডিসেম্বর, ২০২১) সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য বাছাইয়ের জন্য নির্বাচনের আয়োজন করে সামাজিক সংগঠন বনানী ক্লাব। ক্লাবের মোট ৫৪৫ জন সদস্য নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ৩২৩টি ভোট পান  রুবেল আজিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসানুর বারি পান ২১১টি ভোট। বাকি ১১টি ব্যালট অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এছাড়া ১০ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হওয়ার জন্য মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অর্থসূচক/আরএমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.