মুদারাবা পারপেচুয়াল বন্ডের ইস্যু ম্যানেজার ইউসিবি ইনভেস্টমেন্ট

এআইবিএল, এসজেআইবিএল ও আইবিবিএল-এর মুদারাবা পারপেচুয়াল বন্ডের  ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লি. দীর্ঘ ১৪ বছর পর স্টক মার্কেটে আল-আরাফাহ মুদারাবা পার্পেচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ এক অনুষ্ঠানে এই বন্ডের লেনদেনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।  এই বন্ডের ইস্যু ম্যানেজার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দায়িত্ব পালন করছে।

আল-আরাফাহ মুদারাবা পার্পেচুয়াল বন্ড নতুন বিধিমালার অধীনে অনুমোদিত প্রথম বন্ড। এছাড়াও ইসলামী ব্যাংক ২য় মুদারাবা পার্পেচুয়াল বন্ড এবং শাহজালাল ইসলামী ব্যাংক মুদারাবা পার্পেচুয়াল বন্ডের পাবলিক অফার অংশটুকুর সম্পূর্ণরূপে সাবস্ক্রিপশন সম্পন্ন হয়েছে। সম্প্রতি প্রো-রাটা বরাদ্দ অনুষ্ঠানটি ঢাকার ডিএসই টাওয়ার এ অনুষ্ঠিত হয়েছে। এই বন্ডগুলোর লেনদেন শীঘ্রই ঢাকা স্টক এক্সচেঞ্জে শুরু হবে।

উল্লেখ্য যে,  পার্পেচুয়াল বন্ড চিরস্থায়ী বন্ড এবং এটি ব্যাংকের অতিরিক্ত মূলধন হিসেবে বিবেচিত হবে।প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীরের গতিশীল নেতৃত্বেইউসিবি ইনভেস্টমেন্ট লি. গত বছর যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা্নটি মাত্র এক বছরের মধ্যে অসাধারণ অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংক ও এনবিএফবআই-এর পারপেচুয়াল বন্ড, সাবওয়ার্ডিনেট বন্ড ও  জিরো কুপন বন্ড এর ইস্যু ম্যানেজার এবং এরেঞ্জার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে।

অর্থসূচক/আরএমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.