‘অধিনায়ক’ কোহলির অবদান ভুলবেন না রোহিত

কয়েকদিন আগে বিরাট কোহলিকে হটিয়ে ভারতের ওয়ানডে সংস্করণের নেতৃত্ব দেয়া হয় রোহিত শর্মাকে। গত কয়েক বছরে ভারতের মিডিয়ার জোর গুঞ্জন ছিল, সম্পর্কে অবনতি ঘটছে কোহলি ও রোহিতের মাঝে। বাজে সম্পর্ক চূড়ান্ত পর্যায়ে চলে যেতে পারে কোহলির নেতৃত্ব ছিনিয়ে নেয়ার পর, এমনটাও লিখেছে কোনো কোনো গণমাধ্যম! যদিও ভারতের ক্রিকেটীয় সংস্কৃতিতে এমন কিছুই ঘটছে না। বরঞ্চ মন খুলে সাবেক অধিনায়ক কোহলির প্রশংসা করেছেন রোহিত।

ভারতকে ওয়ানডে সংস্করণে ৯৫ ম্যাচ নেতৃত্ব দিয়েছেন কোহলি। জয় এনে দিয়েছেন ৬৫টি ম্যাচে। যদিও বড় কোনো শিরোপা এনে দিতে পারেননি তিনি। তবুও পুরো দলের জয়ের তৃষ্ণা বাড়িয়ে দেয়ায় কোহলির প্রতি কৃতজ্ঞ রোহিত বলেন, ‘সে দলকে এমন এক জায়গায় নিয়ে এসেছে, যেখান থেকে পেছনে তাকানোর কোনো উপায় নেই। যে পাঁচ বছর সে দলকে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমরাই তাকে অনুসরণ করেছি। দলের প্রতি তার একটি বার্তা ছিল, আর তা হচ্ছে সবগুলো ম্যাচই জিততে হবে। তার অধীনে আমাদের খুব ভালো সময় কেটেছে। হ্যাঁ, আমরা তার অধীনে অনেক খেলেছি এবং উপভোগ করেছি। আমি এখনো উপভোগ করি।’

রোহিত আরও বলেন, ‘দল হিসেবে আমাদের আরও ভালো হতে হবে। ফোকাস শুধু আমার ওপর নয়, পুরো দলের ওপরেই রাখতে হবে। আমাদের পুরো দল সামনে এগিয়ে যাচ্ছে। আমরা এটাই চাচ্ছি। আমরা ভালো দল, এটাই নিশ্চিত করতে চাচ্ছি।’

টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব না দিলেও ভারতের টেস্ট অধিনায়ক থাকছেন কোহলি।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.