আগামী আইপিএল ভারতেই হবে, জানালেন সৌরভ

করোনা পরিস্থিতির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরের অর্ধেক অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। এর আগের আসরের পুরোটাই আয়োজন হয়েছিল মরুর বুকের দেশটিতে। যদিও আইপিএলের আগামী আসর ভারতের মাটিতেই আয়োজন করতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এই ব্যাপারে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমার মনে হয় আমরা খারাপ সময় পেছনে ফেলে এসেছি। আশাবাদী আইপিএল আগামী বছর ভারতের ফেরাতে পারবো। কারণ এটা ভারতের টুর্নামেন্ট এবং এটা ভারতে আয়োজন হয় ভিন্ন রকম পরিবেশ থাকে। আন্তর্জাতিক ক্রিকেট চলছে। আমরা নিউজিল্যান্ডকে আতিথ্য দিচ্ছি। আমরা দক্ষিণ আফ্রিকা যাবো। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কায়। তাই আমি মনে করি বাজে সময় শেষ হয়ে গেছে।’

শুধু আইপিএল নয়, ভারতের আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরও আয়োজন করেছে আরব আমিরাত। সৌরভ বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও আমরা আইপিএল দুবাইতে নিয়ে শেষ করতে পেরেছি। দুবাইয়ের ক্রীড়া কতৃপক্ষ দারুণ সহযোগীতা করেছে। আমাদের ঘরোয়া ক্রিকেট আগের মতোই চলছে। করোনা পরিস্থিতির কারণে গত বছর বিরতি ছিল। আমরা প্রায় সব টুর্নামেন্টই শেষ করেছি। জানুয়ারিতে রঞ্জি ট্রফি শুরু হচ্ছে। জুনিয়র ক্রিকেট চলছে। এখানে কোনো করোনায় আক্রান্তর খবর আসেনি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.