স্বামীবাগে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

রাজধানীর স্বামীবাগে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সন্দেহজনকভাবে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব-৩।

বিকেলে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্দেহজনকভাবে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। র‍্যাবের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বাড়িটিতে র‍্যাবের সদস্যরা প্রবেশ করে নিশ্চিত হতে পারবে সেখানে কিছু আছে কি না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.