ব্লক মার্কেটে ১৬৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৯ লাখ ১৪ হাজার  ৯১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬৭ কোটি ৯৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১১৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ওয়ান ব্যাংক ১০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা রেনেটা ৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, বাটা সু, বিএটিবিসি, বিবিএস কেবলস, বিকন ফার্মা, বার্জার পেইন্টস, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফিন্যান্স, হামিদ ফেব্রিক্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস,কেয়া কসমেটিকস, লু্ব-রেফ বিডি, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, পেনিনসুলা, ফার্মা এইডস, ফনিক্স ফিন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল,আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, শেপার্ড ইন্স্যুরেন্স, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার ও স্কয়ার ফার্মা লিমিটেড।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.