সরকারের অতিরিক্ত সচিব মো: মাহবুবুর রহমান আজ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।
মোঃ মাহবুবুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে অনার্স ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বিসিসিতে যোগদানের আগে তিনি সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব এবং মাগুরার জেলা প্রশাসকের মতো পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.