এবার চট্টগ্রামেও শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য আগামী শনিবার (১১ ডিসেম্বর) হাফ ভাড়া কার্যকর করা হবে।

রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন পরিবার মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্র/ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকর থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে ছাত্র/ছাত্রীরা হাফ ভাড়া দিতে পারবেন।

দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামেও শিক্ষার্থীরা গণপরিবহণে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করে আসছিল। ঢাকায় হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হলেও চট্টগ্রামের বিষয়টি ঝুলে ছিল। এক্ষেত্রে এমবি ট্যাক্স বা যানবাহনের বাৎসরিক কর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া ও শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে ও আইডি কার্ড ঝুলিয়ে গাড়িতে ওঠার শর্ত দেওয়া হচ্ছে।

জানা যায়, ছাত্রদের আন্দোলনের কারণে বৃহস্পতিবার আন্তঃজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে মেট্রোপলিটন বাস মালিক সমিতি, জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি ও আন্তঃজেলা বাস মালিক সমিতির নেতারা বৈঠকে বসেন। এ বৈঠকে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেন তারা।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.