শফিককে ফেরালেন তাইজুল

ঢাকা টেস্টের শুরুটা মন মতো করতে পারেনি বাংলাদেশ। নতুন বলে পেস বোলিং জুটি তেমন বড় কোন বিপদে ফেল তে পারেনি আবদুল্লাহ শফিক এবং আবিদ আলীকে। উইকেটে থিতু হওয়া এই জুটি ভাঙতে মুমিনুক শরনাপন্ন হন স্পিনারদের। আর সাকিব-তাইজুলের বোলিং জুটিতেই প্রথম ব্রেক থ্রু পেয়েছে বাংলাদেশ।

শনিবার মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাবর আজম। ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলারদের ভালোই সামাল দেন আবিদ-শফিক। প্রথম ১৫ ওভারে স্বাগতিক বোলারদের বড় কোনো সুযোগই দেননি তারা।

প্রথম ঘন্টা পাকিস্তানের পক্ষে গেলেও দ্বিতীয় ঘন্টার শুরুতে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাইজুল। ২৫ রান শফিককে বোল্ড করেন তিনি। ব্যাট-প্যাডের মাঝে থাকা ফাঁকা দিয়ে বল সোজা স্টাম্পে গিয়ে আঘাত করে এই ব্যাটসম্যানের।

এই টেস্টে বাংলাদেশের একাদশে ৩টি পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন সাকিব আল হাসান এবং খালেদ আহমেদ।এছাড়া টেস্ট ক্যাপ পেয়েছেন মাহমুদুল হাসান জয়। প্রথম টেস্টের একাদশে থাকা ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান এবং আবু জায়েদ রাহি নেই এই ম্যাচে। তবে একাদশে কোন পরিবর্তন আনেনি পাকিস্তান।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.