বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে আব্দুস সালাম হাওলাদার (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বুধবার (১ ডিসেম্বর) রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বৃহস্পতিবার সকালের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সৈকত হোসেন বলেন, রাতের দিকে কেন্দ্রীয় কারাগারে আব্দুস সালাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি হলে অচেতন অবস্থায় আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির কয়েদি নম্বর ৬৮০৮/এ। তার বাবার নাম মৌজ আলী হাওলাদার।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জ কারাগার থেকে এক কয়েদিকে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.