চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সকালেও ছিল একই চিত্র। আর্লি মর্নিং ব্যাটিংয়ে নামা দল শুরুতেই উইকেট হারিয়েছিল প্রথম দুই দিন। তৃতীয় দিনও ভিন্ন কিছু ঘটেনি। সুবিধা কাজে লাগিয়ে অবশেষে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম।
আগের দিন কোন উইকেট না হারানো পাকিস্তান প্রথম ওভারের শুরুতেই আব্দুল্লাহ শফিককে হারিয়ে বসে। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান তাইজুল। ৫২ রান করে ফেরেন তিনি। এরপরের বলেই একই ভঙ্গিতে আজহার আলীকে বিদায় করেন এই স্পিনার।
জোড়া উইকেট হারিয়ে বসা পাকিস্তানের হাল ধরতে ক্রিজে এসেছেন বাবর আজম। অন্যদিকে আবিদ আলী ৯৪ রান নিয়ে ব্যাটিং করছেন। এই মুহূর্তে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১৪৯ রান। বাংলাদেশের চেয়ে ১৮১ রানে পিছিয়ে আছে বাবরবাহিনী।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.