আইনমন্ত্রীর সঙ্গে বিএনপির আইনজীবীদের বৈঠক দুপুরে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে কথা বলতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন বিএনপিপন্থী সিনিয়র ১৫ আইনজীবী।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফজলুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে তারা এই বৈঠকে বসবেন।

বিএনপিপন্থী আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানিয়ে বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ব্যারিস্টার এ এম মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল, আবেদ রেজা, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, ওমর ফারুক ফারকী।

এর আগে গত ২১ নভেম্বর সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আইনমন্ত্রী বরাবর প্রতিনিধি দলের তালিকা পাঠানো হয়। এক সপ্তাহের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসনর খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চাচ্ছে দল ও পরিবার। এই দাবিতে আন্দোলনও করছে বিএনপি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.