ছারপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

রাজধানীর হাতিরঝিলে ছারপোকা মারার ওষুধ খেয়ে আব্দুল্লাহ আয়ান (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে নয়াটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা রেজাউল করিম বলেন, আমি প্রাইভেটকার চালাই, সন্ধ্যায় বাসায় ছিলাম না। খেলার সময় আয়ান ঘরে থাকা ছারপোকা মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে প্রতিবেশীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক জানান আমার ছেলে আর নেই।

তিনি আরও বলেন, চিকিৎসক আমাদের অনুরোধে বিনা ময়নাতদন্তে আমার বাচ্চার মরদেহ দিয়ে দিয়েছে। আমরা হাতিরঝিল নয়াটোলার ২২০ নম্বর বাসায় থাকি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ছারপোকা মারার ওষুধ খেয়ে অসুস্থ অবস্থায় এক শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই চিকিৎসক ওই শিশুর মরদেহ বাবা-মাকে দিয়ে দেয়।

অর্থসূচক/আরএমএস/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.