চিকিৎসা সেবায় উত্তরণ’কে অ্যাম্বুলেন্স প্রদান করলো ন্যাশনাল লাইফ

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের দরিদ্র জনগণের চিকিৎসা সেবায় জন্য বেসরকারী সংস্থা “উত্তরণ” কে একটি অ্যাম্বুলেন্স প্রদান করে।

বুধবার (১০ নভেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি, উত্তরণের কো-অর্ডিনেটর ফাতেমা হালিমার নিকট আ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর একচ্যুয়ারী ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এআইএ, এফসিএ, এ্যাকচুয়ারী,কোম্পানির পরিচালক দাস দেব প্রসাদ, ডিএমডি খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও উত্তরণের কো-অর্ডিনেটর ফাতেমা হালিমা।

প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল লাইফের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি বলেন, আমরা মানুষকে বীমার মাধ্যমে সঞ্চয়মুখী করে আর্থিকভাবে স্বাভলম্বি করার পাশাপাশি আত্মমানবতার সেবায় নানাবিধ কাজ করে যাচ্ছি। অ্যাম্বুলেন্সের মাধ্যমে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের গরীব ও দুস্থ মানুষের চিকিৎসা সেবায় অন্যতম সহায়ক হবে।

অর্থসূচক/আরএমএস/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.