মূলধন বাড়ানো ও বন্ড ইস্যুর সিদ্ধান্ত আলিফের

বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানো ও বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১ ৫০ কোটি টাকা থেকে ৪০০ কোটি টাকা পরযন্ত অনুমোদিত মূলধন বাড়াবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সংঘস্বারক সংশোধন করে মূলধন বাড়াতে পারবে।

অন্যদিকে কোম্পানিটি বিশেষ ব্যবসার জন্য ৩০০ কোটি টাকার কনভার্টেবল বন্ড ইস্যু করবে। প্রস্তাবিত বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানিটি জমি ও মেশিনারিজ কিনবে। এছাড়া কারখানা পুননির্মাণের কাজ করবে।

প্রতিটি বন্ডের মূল্য ১ লাখ টাকা ধরা হয়েছে। বন্ডটি বছর শেষে ৭ থেকে ১০ শতাংশ নগদ ও বোনাস লভ্যাংশ দেবে। বন্ডটি ম্যাচুরিটি হবে ৬ বছরে।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।

অর্থসূচক/এস/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.