বিশেষ পরীক্ষার দাবি: ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিশেষ পরীক্ষার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এ কর্মসূচি পালন করে তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় তাদের গণহারে ফেল করানো হয়েছে৷ তারা যাতে চাকরির বাজারে প্রবেশ করতে পারেন সেজন্য ফেল করা বিষয়ে দ্রুত বিশেষ পরীক্ষা দিতে চান তারা। কিন্তু এ ব্যাপারে একাধিকবার নিজ কলেজের অধ্যক্ষদের কাছে দাবি জানালেও এর কোনো সমাধান পাননি। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

একজন শিক্ষার্থী বলেন, আমাদের গণহারে ফেল করানো হয়েছে। চাকরির বাজারে প্রবেশ করতে আমরা বিশেষ পরীক্ষা দিতে চাই। কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এ কারণে রাস্তায় নেমে দাবি জানাচ্ছেন৷

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.