৩ ওভারে ৩ উইকেট নেই টাইগারদের

সুপার টুয়েলভের প্রথম চার ম্যাচ হেরে ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশের। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাতে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

ম্যাচের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন মিচেল স্টার্ক। লিটন দাসকে বোল্ড করে (০) বিদায় করেন তিনি। লিটন গোল্ডেন ডাক মারার পরের ওভারে ফিরে যান তিনে নামা সৌম্য সরকার। ৫ রান করা সৌম্যকে বোল্ড করে ফেরান জস হ্যাজেলউড।

চারে নামা মুশফিকুর রহিমকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিন ওভারে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ- নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.