বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বে যেতে পারে

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর অস্ট্রেলিয়ায় গড়াবে আগামী বছর। সেই আসরে সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ আছে বাংলাদেশের। তবে সেটি অর্জন করতে হলে কিছু সমীকরণ মেলাতে হবে।

আগামী ১৫ নভেম্বর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং ঘোষণা করবে আইসিসি। সেই র‌্যাঙ্কিংয়েই চূড়ান্ত হবে কোন ৮ দল সরাসরি খেলবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। এবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্টের সঙ্গে র‌্যাঙ্কিং থেকে আরও ৬ দল ওই ‘কোটা’ পূরণ করবে। র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকের দুই দলের ফাইনাল খেলার সম্ভাবনা বেশি। তাই বলাই যায়, র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ।

এদিকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে এবং ওয়েস্ট ইন্ডিজকে বাকি দুই ম্যাচের একটিতে হারতে হবে। দুটি সমীকরণ মিলে গেলেই বাংলাদেশ আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। তবে অন্য আরেকটি সমীকরণও আছে। বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেও যায়, তাহলেও সরাসরি সুযোগ পাবে। সেক্ষেত্রে ক্যারিবিয়ানদের হারতে হবে শেষ দুটি ম্যাচে!

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.