করোনার টিকা নিয়েছেন ৭ কোটি ৩৩ লাখ মানুষ

সারাদেশে আজ ৫ লাখ ৯৭ হাজার ৪৯৯ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৭৫২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জনকে।

বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত করোনার টিকা এসেছে ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৭ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৮৯৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৩১ লাখ ১ হাজার ১৯৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ২ লাখ ৮ হাজার ৭০০ জন।

করোনার এসব টিকার মধ্যে রয়েছে‑ অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও চীনের তৈরি সিনোফার্ম।

এছাড়া টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৯৭৫ জন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.