ঝিনাইদহের মহেশপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

 

ঝিনাইদহের মহেশপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৭৭তম শাখা আজ বুধবার (৩ নভেম্বর) উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেশপুর পৌর মেয়র মো. আব্দুর রশিদ খাঁন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমান। আরো বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং মহেশপুর শাখাপ্রধান ইমরুল হক। গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন মহেশপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. ফসিয়ার রহমান, মহেশপুর পৌর ল্যাব স্কুলের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম এবং নারী উদ্যোক্তা জেসমিন খাতুন। ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শাখার সিআরএম ও এটিএম বুথ উদ্বোধন করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.