সৌম্যের পর শূন্যতেই ফিরলেন মুশফিক

টস হেরে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করে বাংলাদেশ। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান সংগ্রহ করে টাইগাররা। ইনিংসের চতুর্থ ওভারে কাগিসো রাবাদার বলে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন ৯ রান করা নাইম শেখ। পরের বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন সৌম্য সরকার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কুপ মারতে গিয়ে আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। যা নিয়ে সমালোচনায় পড়তে হয়েছিল তাঁকে। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। রাবাদার বলে এজ হয়ে আউট হয়েছেন তিনি। দুর্দান্ত এক ক্যাচে কোনো রান না করা মুশফিককে ফেরান রেজা হেনড্রিকস।

এদিকে সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেছে বাংলাদেশ। বাছাই পর্বে দুটি ম্যাচ জিতলেও সুপার টুয়েলভে জয়শূন্য টাইগাররা। নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

প্রোটিয়াদের বিপক্ষে একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। বাঁহাতি এই পেসারের বদলি হিসেবে একাদশে নাসুম আহমেদ। ইনজুরিতে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের বদলি হিসেবে একাদশে শামিম হোসেন পাটোয়ারি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.