পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ওই প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডগুলো হচ্ছে-
এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড
বছরের প্রথম প্রান্তিকে ফান্ডে ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ৬০ পয়সা।
একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৬৬ পয়সা।
এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড
বছরের প্রথম প্রান্তিকে ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৯৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ১ টাকা ০৯ পয়সা।
একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৩৩ পয়সা।
অর্থসূচক/এসএ/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.