পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভায় টানা পঞ্চম বছরের মতো বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। ২০১৬-১৭ অর্থবছর থেকে প্রতিবছর ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহষ্পতিবার বৈঠকে প্রতিষ্ঠানটির সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। এসময় জানানো হয়, ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা শূন্য ৩ পয়সা। আগের অর্থবছরে যা ছিলো ৪ টাকা ৩৫ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২২ টাকা ৭০ পয়সা।
ভার্চুয়্যাল মাধ্যমে অনুষ্ঠিত বোর্ড সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক আব্দুল হক, এটিএম সেরাজুল সালেকিন চৌধুরী এবং মুস্তাফিজুর রহমান, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা রনজিৎ চক্রবর্তী এবং কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান।
এদিকে, বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদেও সঙ্গে আলাপকালে জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর থেকেই সার্বক্ষণিক সরকারের পাশে আছে জেএমআই গ্রুপ। করোনা মোকাবিলা কার্যক্রমের শুরু থেকেই শিল্প গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি-বেসরকারি পর্যায়ে ভাইরাস প্রতিরোধী মাস্ক, গ্লোভসসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে। এমনকি চলমান কোভিড-১৯ প্রতিরোধী গণটিকাদান কর্মসূচিতেও দেশের একক প্রতিষ্ঠান হিসেবে অটো-ডিজেবল সিরিঞ্জ সরবরাহ করছে জেএমআই।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.