কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা জেলার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে কবীর হোসেন (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় ওই হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে কারারক্ষী শিহাব হোসেন  জানান, হাজতি কবীর হোসেন হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কোন মামলায় হাজতে ছিলেন, সেটি কারা কর্তৃপক্ষ বলতে পারবেন। নিহত ব্যক্তির বাবার নাম তোতা মিয়া। তার হাজতি নম্বর ৩৯৪১১/২১।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, কারাগার থেকে এক হাজতিকে অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.