বস্ত্র খাতের কোম্পানি শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিট ফেব্রিক্স ইউনিটের নতুন লাইনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। আজ ২৬ অক্টোবর থেকে নতুন ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের অংশ হিসাবে নতুন উৎপাদন লাইনের কাজ সম্পূর্ণ করেছে। কোম্পানিটি নিট ফেব্রিক্স ইউনিটে যন্ত্রপাতি স্থাপনের পর পরীক্ষামূলক উৎপাদনে সফল হয়েছে। এর ফলে কোম্পানিটি আজ থেকে বাণিজ্যিক উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে।
নিট ফেব্রিক্স ইউনিটে যন্ত্রপাতি স্থাপনের জন্য ১১ লাখ ৪১ হাজার ৯৩১ মার্কিন ডলার ব্যয় হয়েছে।
কোম্পানিটি আরও জানায়, বর্তমানে নিট ফেব্রিক্সের প্রচুর চাহিদা রয়েছে। নতুন উৎপাদন লাইনের মাধ্যমে কোম্পানির রাজস্ব অতিরিক্ত ১২০ কোটি টাকা বাড়বে। এছাড়া কর পরিশোধের পর কোম্পানির মুনাফা বাড়বে ১০ কোটি টাকা।
অর্থসূচক/এসএ/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.