বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সূতা উৎপাদন বাড়াবে। এ কারণে কোম্পানিটি ৩৪৬ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বছরে ১১ হাজার ৫৬৫ টন সূতা উৎপাদন বাড়াতে চায়। কোম্পানিটি আশা করছে বছরে টার্নওভার আসবে ৩৭১ কোটি টাকা এবং টার্নওভারের ৫-৭% মুনাফা হবে।
কোম্পানিটি আরও জানায়, ২০২৩ সালের এপ্রিলে কোম্পানিটির নতুন প্রকল্পর কাজ শেষ হবে।
প্রসঙ্গত, ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
অর্থসূচক/এসএ/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.