সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

বিশ্বকাপের প্রথম রাউন্ডে তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্কটল্যান্ড। একই গ্রুপে থাকা বাংলাদেশ তিন ম্যাচে ২ জয় নিয়ে হয়েছে রানার্স-আপ। তাতে সুপার টুয়েলভে গ্রুপ এ-১ খেলবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। তাতে সুপার টুয়েলভে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার টুয়েলভ খেলা নিশ্চিত করে টাইগাররা।

যদিও কাগজে কলমে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হলেও গ্রুপ সেরা হওয়া হয়নি। তাতে সুপার টুয়েলভে গ্রুপ এ-১ থাকা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও এ গ্রুপ থেকে প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপ শুরুর আগে আইসিসি বলেছিল – প্রথম রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলংকা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হোক বা রানার্সাআপই হোক, সুপার টুয়েলভে টাইগাররা ‘গ্রুপ টু’ এ এবং লঙ্কানরা ‘গ্রুপ ওয়ান’ এ খেলবে। সে হিসেবে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের পাওয়ার কথা ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে।

কিন্তু বিশ্বকাপ শুরুর পর ভুল শুধরে নেয় আইসিসি। জানায় চ্যাম্পিয়ন ও রানার্সাআপের ভিত্তিতে নির্ধারিত হবে কোন দল কোন গ্রুপে খেলবে। সে হিসেবে রানার্সাআপ হওয়ায় সুপার টুয়েলভে বাংলাদেশ পাচ্ছে – ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে। আর স্কটল্যান্ড পাচ্ছে – ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে।

একনজরে সুপার টুয়েলভে বাংলাদেশের খেলার সময়সূচি-
২৪ তারিখে এ – গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, ভেন্যু শারজাহ। আগামীকালই নির্ধারিত হবে এ গ্রুপ থেকে কে চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠছে।

২৭ অক্টোবর টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে এক নম্বর দল ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ, ভেন্যু আবুধাবি। ২৯ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা, ভেন্যু শারজাহ। পরের মাসে তথা ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল, ভেন্যু আবুধাবি। আর সুপার টুয়েলভের লড়াইয়ে বাংলাদেশের শেষ চ্যালেঞ্জ সেপ্টেম্বরে মিরপুরে নাস্তানাবুদ হওয়া অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর। ভেন্যু দুবাই।

অর্থাৎ সেমিফাইনালে উঠতে না পারলে আগামী ৪ নভেম্বরই শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ। আর নকআউটে নাম লেখালে আরও দীর্ঘায়িত হবে কোটি বাংলাদেশির স্বপ্ন। সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.