টি-টেন লিগে দল পেলেন জুনায়েদ সিদ্দিকী

আবুধাবিতে অনুষ্ঠেয় টি-টেনের এবারের আসরে দলে পেয়েছেন জুনায়েদ সিদ্দিকী। বাংলাদেশের বাঁহাতি এই ওপেনারকে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টেনের পঞ্চম আসরে দল পেয়েছেন জুনায়েদ। এর আগে দল পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই টাইগার অলরাউন্ডারকে দলে নিয়েছে বাংলা টাইগার্স।

৩৩ বছর বয়সি জুনায়েদকে দলে নেয়া প্রসঙ্গে মারাঠা এক বিবৃতিতে জানায়, ‘বাঁহাতি ব্যাটার জুনায়েদ সিদ্দিকীকে টি-টেন লিগের পঞ্চম আসরের জন্য দলে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স।’

২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া জুনায়েদ সর্বশেষ ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১২ সালে। ৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোটে ৭ ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ওপেনার।

২৩, ১৪৭ স্ট্রাইকরেটে করেছেন ১৫৯ রান। নিজের অভিষেক ম্যাচে প্রায় ১৪৫ স্ট্রাইকরেটে খেলেছিলেন ৭১ রানের দারুণ এক ইনিংস। যা এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস। আগামী ১৯ নভেম্বরে শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। মারাঠা অ্যারাবিয়ান্স দলে জুনায়েদ ছাড়াও আছেন নিকোলাস পুরান, ইউসুফ পাঠান, ফ্যাবিয়েন অ্যালেন, ওয়াহাব রিয়াজদের মতো টি-টোয়েন্টির তারকারা।

 

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.