মামলার খবরে সর্বোচ্চ দর কমল সুহৃদের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড । আজ কোম্পানিটির দর ২ টাকা ২০ পয়সা  বা ৯.৬৫ শতাংশ কমেছে।

প্রসঙ্গত, কোম্পানিটি ২০১৯ সালের ঘোষিত লভ্যাংশ নিয়ে প্রতারণা করেছে বিনিয়োগকারীদের সাথে। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির দোষীদের বিরুদ্ধে। গতকাল বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ খবর প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ২০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৫৩ বারে ১৮ লাখ ১৩ হাজার  ৭৭২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইসিবি ইসলামিক ব্যাংকের ৬০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর কমেছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের ১০ পয়সা বা ৫.৫২ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো  হচ্ছে- জিবিবি পাওয়ার, ড্রাগন সোয়েটার, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, মেট্রো স্পিনিং ও রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.