ন্যাশনাল হাউজিং থেকে সহজ শর্তে ঋণ পাবেন জেমকন সিটির ক্রেতারা
বেসরকারি খাতের স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেড ও স্বনামধন্য ডেভেলপার কোম্পানি জেমকন সিটি লিমিটেডের মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
এই চুক্তির আওতায় জেমকন সিটি লিমিটেডের ফ্ল্যাট ক্রেতারা স্বল্প সময়ে সহজ শর্তে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স থেকে হোম লোন সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল হাউজিংয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শীতল চন্দ্র সাহা ও জেমকন সিটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাইম আবদুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ন্যাশনাল হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম, প্রধান আর্থিক কর্মকর্তা সৈয়দ আহমেদ এফসিএমএ, কোম্পানি সচিব মো. সরোয়ার কামাল এফসিএস এবং জেমকন সিটি লিমিটেডের মহাব্যবস্থাপক- অপারেশন মোহাম্মদ নূর নবী, সিনিয়র ম্যানেজার মনোয়ারা বেগম ডেইজি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/কেএসআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.