আনসার সদস্যদের অনিয়মের প্রতিবাদ করায় জাবি শিক্ষার্থীকে মারধর

জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বরত আনসার সদস্যদের অনিয়মের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে স্মৃতিসৌধের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের (৪৬ ব্যাচ) শিক্ষার্থী নূর হোসেন।

স্মৃতিসৌধে কর্তব্যরত গণপূর্ত বিভাগের ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান ঘটনার এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, আনসার সদস্যের সঙ্গে ওই শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চার আনসার সদস্য তাকে পিটিয়ে আহত করেন। পরে আমি সেখানে উপস্থিত হই। কিছুক্ষণ পরে পুলিশ আসে। সেখানে সাময়িক আলোচনার পর আহত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়।

মারধরের শিকার শিক্ষার্থী নূর হোসেন বলেন, ‘আমি বিকালে স্মৃতিসৌধে ঘুরতে যাই। সেখানে অর্থের বিনিময়ে ডিউটিরত আনসার সদস্যরা অনেককেই স্মৃতিসৌধে প্রবেশ করতে দিচ্ছিলো। আমি এ ঘটনার প্রতিবাদ করলে তারা আমাকে একটা রুমে নিয়ে আটকে রাখে। পরে সাত-আট জন আনসার সদস্য মিলে আমাকে মারধর করে। এ সময় তারা আমার ঠোঁট, গলা, তলপেট এবং মাথায় আঘাত করে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.