৭ অক্টোবর থেকে জবিতে সশরীরে সেমিস্টার পরীক্ষা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার পরীক্ষা আগামী ৭ অক্টোবর থেকে সশরীরে শুরু হবে। এর আগে কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

আজ মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) উপাচার্যের সঙ্গে ডিন ও চেয়ারম্যানদের একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, যেহেতু আমরা আগেই বলেছিলাম চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা নিব, তাই আজকে থেকে চার সপ্তাহ ধরে আগামী ৭ অক্টোবর সশরীরে পরীক্ষা শুরু হবে। ডিনরা সংশ্লিষ্ট বিভাগগুলোর চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে সময়সূচি প্রণয়ন করবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, অফিশিয়ালি আগামী ৭ অক্টোবর থেকে পরীক্ষা নেওয়া শুরু করতে পারবে। স্বাভাবিকভাবে পূজায় পরীক্ষা নেওয়া বন্ধ থাকবে। আর পরীক্ষার সময়সূচি ডিনরা চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে তৈরি করবেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.