পেনাল্টি থেকে গোল করে শুরুতে এগিয়ে যেতে পারতো পর্তুগাল। তবে পেনাল্টি মিস করে দলকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। হলো না আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের একক রেকর্ড গড়া। এরপর এগিয়ে গেলো আয়ারল্যান্ড। কিন্তু তখনও হতোদ্যম হয়নি পর্তুগাল।
শেষ দিকে এসে জাদু দেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইতিহাস করার পাশাপাশি করলেন জোড়া লক্ষ্যভেদ। তাতেই আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে তৃতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে ফারনান্দো সান্তোশের দল। এতে ‘এ’ গ্রুপে পর্তুগাল চার ম্যাচে তৃতীয় জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। বিপরীতে আয়ারল্যান্ড টানা তিন ম্যাচে হার দেখেছে।
সম্প্রতি চমক জাগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া রোনালদোর দেশের হয়ে গোল হলো ১১১টি। ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়ের গোল ১০৯টি। এদিকে এই ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন রোনালদো! ১১১ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন এই তারকাই। বুধবার রাতে শেষ দিকে সাত মিনিটে গোল দুটি করেন রোনালদো।
নিজেদের মাঠে বল দখলে এগিয়ে থাকে পর্তুগাল। আক্রমণও কম করেনি। ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি মিসের কারণে গোল আসেনি। রোনালদের শট বলের লাইনে ঝাঁপিয়ে পড়ে গোলকিপার গোল হতে দেয়নি। স্বাগতিকদের চাপে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে আইরিশদের। ফাঁকে ফাঁকে প্রতি আক্রমণেও উঠেছে তারা।
২১ মিনিটে কনোলির দুর্বল হেড গোলকিপার রুই প্যাট্রিসিও সহজেই তালুবন্দী করেন। ২৮ মিনিটে পর্তুগাল আবারও সুযোগ পায়। তবে দুর্ভাগ্য গোল পাওয়া হয়নি। জোয়াও ক্যানসেলোর ক্রসে ৬ গজ দূরত্ব থেকে দিয়েগো জোতার জোরালো হেড পোস্টে লেগে ফিরে আসে। ৩৬ মিনিটে ফেরনান্দেজের শট ক্রস বারের ওপর দিয়ে যায়।
অবশ্য ৪৩তম মিনিটে পর্তুগাল শিবিরে ভীতি ছড়ান অ্যারন কনোলি। তবে তার প্রচেষ্টায় বল জোয়াও পালিনিয়ার পায়ে লেগে বাইলাইন পেরিয়ে যায়। ওই কর্নার থেকেই দারুণ হেডে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান জন ইগান। গোল করতে না পারার হতাশায় থাকা পর্তুগাল বিরতির পরও প্রতিপক্ষের জমাট রক্ষণে কোনো কিছুতেই কিছু করতে পারছিল না।
৮৭ মিনিটে পর্তুগালের রোনালদোর ফ্রি-কিক গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। শেষ দুই মিনিটে রোনালদোর জাদু! ৮৯ মিনিটে রোনালদো সতীর্থের ক্রস থেকে রোনালদো হেডে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা আনেন। পাশাপাশি ইতিহাসও গড়েন! ইনজুরি সময়ে রোনালদো ব্যবধান দ্বিগুণ করেন। আবার সতীর্থের ক্রসে হেডে জয়ও নিশ্চিত করেন। তাই তো জার্সি খুলে রোনালদোর উল্লাস ছিল দেখার মতোই।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.