জাপানে মডার্নার আরও ১০ লাখ টিকা বাতিল

দূষিত বস্তুর সন্ধান পাওয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার কোভিড-১৯ টিকার আরও ১০ লাখ ডোজ বাতিল ঘোষণা করেছে জাপান। এ নিয়ে দুই দফায় জাপানে মোট ২৬ লাখের বেশি মডার্নার টিকার ব্যবহার স্থগিত করা হলো।

জাপানের রাজধানী টোকিওর নিকটবর্তী গুনমা এলাকায় গতকাল রোববার (২৯ আগস্ট) মডার্নার টিকায় দূষিত বস্তুর সন্ধান মিলেছে। আগের দিন শনিবার মডার্নার টিকা নেওয়া দুজনের মৃত্যুর কথা জানা যায়।

নভেল করোনা ভাইরাসের ডেলটা ভ্যারিয়্যান্টের প্রকোপে পর্যুদস্ত জাপান। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। চলতি মাসে দৈনিক সংক্রমণ ২৫ হাজার ছাড়িয়ে গেছে।

টিকা বিষয়ক তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কোভ-ন্যাভি’র ভাইস চেয়ার ডা. তাকাহিরো কিনোশিতা মডার্নার টিকা নেওয়ার পর দুজনের মৃত্যুর বিষয়ে বলেন, আমার মতে, এই দুষণের কারণে সরাসরি মৃত্যু হওয়ার কথা নয়। যদি দূষণের ফলে মৃত্যুর আশঙ্কা থাকতো, তাহলে বহু মানুষের মৃত্যু হতো। তবে, দূষণের ক্ষতি সম্পর্কে বাড়তি গবেষণা অবশ্যই প্রয়োজন।

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) দূষণের কারণে জাপানে মডার্নার টিকার তিনটি লটের ১৬ লাখ ৩০ হাজার ডোজ বাতিল ঘোষণা করা হয়। জাপানের ৮৬৩টি টিকাকেন্দ্রে ওই টিকা পাঠানো হয়েছিল। লোকজনকে টিকা দেওয়াও চলছিল। টিকাগুলোর অনেক শিশিতে দূষণের প্রমাণ পাওয়া যায়। পরে সতর্কতার অংশ হিসেবে সেগুলোর ব্যবহার বন্ধ রাখা হয়।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানায়, মডার্নার ওই টিকায় ধাতব কণা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.