মুস্তাফিজকে নিয়ে পড়াশোনা করে পরীক্ষার অপেক্ষায় নিউজিল্যান্ড

বাংলাদেশের পেস বোলিং আক্রমণের নেতা মুস্তাফিজুর রহমান। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেও দারুণ বোলিং করেছেন এই টাইগার পেসার। তাই তাকে আটকানোর উপায় খুঁজছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্ল্যান পকনাল।

মিরপুরের মন্থর উইকেটে মুস্তাফিজ যেকোনো দলের জন্যই হুমকি। তাই এই কিউই কোচ বলেছেন, ‘সে অসাধারণ বল করে। সে যেভাবে ডেলিভারি করে সেটা সত্যিই দেখার মতো। আমার মনে হয় বাংলাদেশের অন্য ক্রিকেটারদের মতো সে আমাদের জন্য হুমকি। আমরা তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং আমরা কথা বলেছি তাকে আমরা কিভাবে টার্গেট করবো।’

ইতোমধ্যেই মুস্তাফিজের বোলিংয়ের ভিডিও ফুটেজ দেখে নিজেদের তৈরি করে নিচ্ছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। এ প্রসঙ্গে পকনাল বলেছেন, ‘এখন দেখতে হবে ম্যাচে আমরা এটা কিভাবে কাজে লাগাতে পারি। তাকে কিভাবে চাপে ফেলতে পারি এবং ভিন্নভাবে কিভাবে তাকে খেলতে পারি।’

আগামী ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.