‘এইচএফএএমএল শরীয়াহ ইউনটি ফান্ড’ পরিচালনার জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সম্প্রতি এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে একটি ট্রাস্ট ডীড স্বাক্ষর সম্পন্ন করছে।
এই চুক্তির অধীনে আইসিবি ট্রাস্টি হিসেবে উক্ত ফান্ডের দায়িত্ব পালন করবে। ফান্ডের প্রাথমিক আকার ২০.০০ (বিশ) কোটি টাকা এবং অভিহিত মূল্য ১০.০০ (দশ) টাকা।
গত ২৬ আগস্ট আইসিবির প্রধান কার্যালয়ে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন এবং এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিহও মোঃ ফায়েকুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট ডীডে স্বাক্ষর করনে। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.