করোনা ভাইরাসের সংক্রমণ ও লকডাউনের ফলে জীবন ও জীবিকা দুই ক্ষেত্রেই এসেছে সংকট। যেখানে দেশের অনেক প্রতিষ্ঠানই এই পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে, সেখানে সুপার স্টার গ্রুপ (এসএসজি) স্থাপন করছে উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিষ্ঠানটি প্রতি মাসের ২৫ তারিখে ওই মাসের বেতন পরিশোধ করার ঘোষণা দিয়েছে। চলতি বছরের আগস্ট মাস থেকে নতুন এই পলিসি বাস্তবায়ন শুরু হবে । এর আগে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল কোভিড আক্রান্ত সকল কর্মীর চিকিৎসা ব্যয় নির্বাহের, যা এই দুর্যোগের সময় সবাইকে দারুণভাবে উৎসাহিত করেছে।
এসএসজি-এর ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ বলেন- “আমরা বিশ্বাস করি আমাদের যত কর্মী রয়েছেন তারা সবাই একটি পরিবারের অংশ। পরিবারের সবাই ভালো থাকা মানেই প্রতিষ্ঠানের সমৃদ্ধি। আমরা চাই তারা প্রত্যেকেই যেন নিরাপদ এবং নিশ্চিন্ত থাকে। কর্মীদের জীবনমান উন্নয়ন এবং সুন্দর কর্মপরিবেশ বজায় রাখার জন্য এসএসজি-এর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.