কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তি

সকল শাখা এবং উপ-শাখায় এখন থেকে পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্সসহ অন্যান্য সরকারী ফি জমা নিবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ লক্ষ্যে অটোমোটেড চালান সিস্টেম (এসিএস) বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

আজ, বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দিন আজাদ; ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং এসএমই ও রিটেইল ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, প্রধান আর্থিক কর্মকর্তা মাসুদুল হক সরদার, কমিউনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম এবং আর্থিক পরিচালন এবং নিয়ন্ত্রন বিভাগ প্রধান মো. শফিকুল ইসলাম জাহিদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.