ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য ও ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহফুজ উল্লাহ বাবুর পিতা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ (মনজু মিয়া) আর নেই। তিনি আজ বুধবার (২৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ বাদ আসর ব্রাক্ষণবাড়িয়ায় সরাইলে দেওরা খাদেম বাড়ি জামে মসজিদে, নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি ১ ছেলে ১ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্যাগুনগ্রাহী রেখে গেছেন।
সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেল ও সাধারণ সম্পাদক এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.