ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে আটক ৭৪ রোহিঙ্গা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে ৭৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে পাহাড়ে লেবু বাগানে কাজ নিয়েছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে বোয়ালখালী উপজেলার মধ্যম করলডেঙ্গার কালন্দর শাহ মাজারের কাছে একটি বসতি থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা একই এলাকায় ঘর বানিয়ে বসবাস করছিলেন।

বোয়ালখালী থানার এসআই সুমন কান্তি দে বলেন, বিভিন্ন সময়ে উখিয়া, টেকনাফসহ বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামের লেবু বাগানে আসেন রোহিঙ্গারা। এখানে বিভিন্ন লেবু বাগানে দৈনিক ভিত্তিতে শ্রমিকের কাজ করতো তারা। আজ সকালে লেবু বাগানে যাওয়ার জন্য একত্রিত হলে পুলিশ তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলার প্রস্তুতি চলছে।

তারা লেবু বাগানে কীভাবে কাজ নিলো- জানতে চাইলে তিনি বলেন, তারা বোয়ালখালীতে এসে প্রথমে ভাসমান শ্রমিক হিসেবে কাজ করতো। সেভাবেই লেবু বাগানে কাজের ব্যবস্থা করেছিল। তাদের মধ্যে কয়েকজন গত এক সপ্তাহ ধরে বোয়ালখালীতে অবস্থান করছে। অন্যদের মধ্যে কেউ কেউ দুয়েক দিন আগে, আবার কেউ গতকালও আসে।

এর আগে গত ২৬ জুন রাতে করলডেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩১ রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.