কুইন সাউথ টেক্সটাইলের গ্যাস জেনারেটর স্থাপন সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল দুইটি গ্যাস জেনারেটর স্থাপনের কাজ সম্পন্ন করেছে। প্রতিটি গ্যাস জেনারেটর ১৫০০ কিলোওয়াট করে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির গ্যাস জেনারেটর স্থাপন করতে ৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় হয়েছে। কোম্পানিটি আশা করছে গ্যাস জেনারেটর স্থাপনের ফলে প্রতি মাসে ৩৮ লাখ ৮০ হাজার টাকা ব্যয় কমবে।

এর ফলে বছরে কোম্পানিটির কর পরিশোধের পর ৪ কোটি ৫৬ লাখ টাকা মুনাফা হবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.