প্রধানমন্ত্রীর উপহারের ফ্ল্যাট ও টাকা পাচ্ছে বাদল রায়ের পরিবার

ক্রীড়াঙ্গনের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা অপরিসীম। এবার জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও সংগঠক বাদল রায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। উপহার হিসেবে দিচ্ছেন একটি ফ্ল্যাট ও ২৫ লাখ টাকা।

এ প্রসঙ্গে প্রয়াত বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই মাসের শুরুতে ফোন করে জানানো হয়েছে, আমাদের নামে একটা ফ্ল্যাট বরাদ্দ হয়েছে। অচিরেই সবকিছু চূড়ান্ত হবে। এর বেশি বিস্তারিত জানি না। শুনেছি এর সঙ্গে অর্থ পুরস্কারও রয়েছে।’

এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সাবেক ফুটবলার আব্দুল গাফফার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বাদল রায়ের পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী ফ্ল্যাট ও ২৫ লাখ টাকা উপহার দিতে যাচ্ছেন। মিরপুর ১৪ নম্বরে দেওয়া হবে ফ্ল্যাটটি। এছাড়া অন্য সাবেক ফুটবলার ও সংগঠকও সাহায্য পাচ্ছেন। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এমন নিশ্চিতকরণ খবর পেয়েছি। অচিরেই তা সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হবে বলে জেনেছি।’

২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণের পর নানা রোগে আক্রান্ত ছিলেন বাদল রায়। সর্বশেষ করোনা এবং লিভার ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান বাদল। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গত বছর ২২ নভেম্বর দুনিয়া ত্যাগ করেন বাংলাদেশের ফুটবলের উজ্বল নক্ষত্র বাদল রায়। ফুটবলাঙ্গনে তার অবদান অনেক। অন্যপারে পাড়ি জমানো সাবেক ফুটবলারের পরিবার উপহার পাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। বাদল রায় ছাড়াও আরও কয়েকজন প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন। এরা হলেন- স্বাধীন বাংলা ফুটবল দলের সুভাস সাহা (৩০ লাখ টাকা), জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ শহিদ উদ্দিন সেলিম (১০ লাখ টাকা), সাবেক ফুটবলার আজমত (১০ লাখ টাকা) এবং সংগঠক সাব্বির হোসেন (৫ লাখ টাকা)।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.