দ্বিতীয়বারের মতো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আজিজুল্লাহ ফাজলি। এতে করে এসিবির গুরুত্বপূর্ণ এই পদটিতে ফারহান ইউসুফজাইয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এসিবিতে বড়সড় রদবদলের প্রথম ঘটনা এটি।
তালেবানদের সঙ্গে বোর্ড কর্মকর্তাদের আলোচনার পর এক টুইট বার্তায় ফাজলিকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এসিবি। টুইট বার্তায় বলা হয়, ‘এসিবি’র সাবেক চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলিকে আবারও বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সে এসিবিরি নেতৃত্ব থাকবে এবং আসন্ন প্রতিযোগিতাগুলোতে সে কর্মের ধারা বজয় রাখবে।’
এর আগে, গত সপ্তাহ আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এসিবির প্রধান কার্যালয়ে ঢুকে পড়েছিল তালেবানরা। সে সময় তাদের সঙ্গে আফগানিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার আবদুল্লাহ মাযারিও ছিল বলে জানিয়েছিল দেশটির গণমাধ্যমগুলো।
এ ঘটনার পরপরই এসিবির চেয়ারম্যান পদে পরিবর্তন এলো। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী বছরের জুলাই পর্যন্ত এসিবির চেয়ারম্যান ছিলেন ফাজলি। প্রায় দুই দশক ধরে দেশটির ক্রিকেটের সাথে যুক্ত তিনি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে আফগানিস্তানের। যদিও শ্রীলঙ্কা সরকার লকডাউন জারি করায় সিরিজ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শংশয়।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.