বেসরকারি মানবাধিকার সংস্থার শেষে ‘কমিশন’ ব্যবহারের নিষেধাজ্ঞা বহাল

বেসরকারি মানবাধিকার সংস্থাগুলো তাদের নামের শেষে ‘কমিশন’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে ‘বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন’সহ বেসরকারি মানবাধিকার সংস্থাগুলো তাদের নামের শেষে ‘কমিশন’ শব্দ ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ রোববার (২২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া। অপরদিকে ছিলেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ।

এর আগে গত ২১ জুন বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে কথিত একটি সংগঠনের নাম থেকে কমিশন শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হানিফের জনস্বার্থে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

‘কমিশন’ শব্দটি রাষ্ট্রীয় মানবাধিকার সংগঠন জাতীয় মানবাধিকার কমিশন (ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এনএইচআরসি) এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালত এ নিষেধাজ্ঞা দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওই সংগঠনটি আপিল বিভাগে আবেদন করে।

প্রসঙ্গত, কথিত বাংলাদেশ মানবাধিকার কমিশনসহ কোনও কোনও বেসরকারি সংগঠন তাদের সংস্থার নামের সঙ্গে ‘কমিশন’ শব্দটি ব্যবহার করে। এর ফলে দেশে-বিদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, গণমধ্যমসহ জনমনে জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ অবস্থায় গত ১১ মার্চ জাতীয় মানবাধিকার কমিশন গণমাধ্যমে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.