বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলা, ১৪ সেনাসহ নিহত ৪৭

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় দেশটির সেনাবাহিনীর সদস্যসহ ৪৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৮ আগস্ট) উত্তরাঞ্চলীয় আরবিন্দা শহরের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম আফ্রিকান নিউজের খবরে বলা হয়, নিহতদের মধ্যে ১৪ জন সেনা সদস্য, ৩০ জন বেসামরিক নাগরিক এবং বাকি তিনজন সরকার সমর্থিত মিলিশিয়া সদস্য।

গণমাধ্যমের খবরে আরও জানানো হয়েছে, হামলার সময় সরকারি বাহিনীর সদস্যদের হাতে ১৬ বিদ্রোহী নিহত হয়েছে।

কয়েক বছর ধরেই আল কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত বিদ্রোহীরা বুরকিনা ফাসো এবং এর প্রতিবেশী মালি ও নাইজারে হামলা চালিয়ে আসছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শত শত বেসামরিককে হত্যা করেছে বিদ্রোহীরা।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.