ফার্স্টলিড সিকিউরিটিজের লাইসেন্স স্থগিত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য প্রতিষ্ঠান ফার্স্টলিড সিকিউরিটিজ লিমিটেডের ব্রোকার ও ডিলার লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির গ্রাহকদের পাওনা এবং বিএসইসির করা জরিমানার অর্থ পরিশোধ না করায় লাইসেন্স স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত থাকবে।

আ বুধবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির ৭৮৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জরিমানা পরিশোধ এবং গ্রাহকের পাওনা নিস্পত্তি না করায় ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কী ব্যবস্থা নেবে তা আগামী ১৫ দিনের মধ্যে কমিশনকে অবহিত করতে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে একাধিক ব্যাংকে সমন্বিত গ্রাহক হিসাব খোলা, এই হিসাব থেকে ডিলার অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে গত বছর বিএসইসি প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করে। পাশাপাশি গ্রাহকদের টাকা পরিশোধেরও নির্দেশ দেয়। কিন্তু ওই নির্দেশ পরিপালিত না হওয়ায় আজ প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.