কোহলিকে ছাড়িয়ে গেলেন বুমরাহ

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়ছে ভারত। এই ম্যাচের প্রথম ইনিংসে ৩৬৪ রান করেছে সফরকারীরা। সেই ইনিংসেই একটি লজ্জার রেকর্ড গড়েছেন জাসপ্রিত বুমরাহ। বিরাট কোহলিকে ছাড়িয়ে এ বছর সর্বোচ্চ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।

২০২১ সালে মোট ৪ বার কোন রান যোগ করার আগেই সাজঘরে ফিরে গেছেন ভারতের অধিনায়ক। সেখানে বুমরাহ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস শূন্য আউট হওয়ায় সেই সংখ্যাটা দাড়িয়েছে পাঁচবারে। এই নিয়ে তিনি তার ক্যারিয়ার মোট ১২তম বার শূন্য রানে আউট হলেন।

বুমরাহ-কোহলিদের এই লজ্জার রেকর্ডের সঙ্গী অবশ্য বিশ্বের আরো বেশ কয়েকজন ক্রিকেটার। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো এবং ররি বার্নস ৪ বার করে শূন্য রানে আউট হয়েছেন।

‌এ ছাড়া আরো ৫ জন ক্রিকেটার এ বছর ৪ বার করে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। ২ বার করে শূন্য আউট হয়েছেন ভারতেরই লোকেশ রাহুল এবং শুভমান গিল। ৪ বার শূন্য রানে আউট হলেও ব্যাট হাতে এ বছর দারুণ করেছেন কোহলি। এখন পর্যন্ত তার খেলা ১৫ ইনিংসে করেছেন ৬৩১ রান। সেঞ্চুরি না পেলেও করেছেন ৭টি হাফ সেঞ্চুরি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.