বগুড়ার ৩ হাসপাতালে মৃত্যু আরও ১৩

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা এবং উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। জেলার তিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে পাঁচজন শনাক্ত এবং আটজন উপসর্গে ভুগছিলেন।

রোববার (১৫ আগস্ট) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে বগুড়ার তিনজন। বাকি দুইজন অন্য জেলার।

গত ২৪ ঘণ্টায় ৫৫২ নমুনার নতুন আক্রান্ত হয়েছে ৯১ জন। এর মধ্যে সদরে ৩৫, শেরপুরের ২৩, শাজাহানপুরের ৮, গাবতলীতে ৫, কাহালুতে ৫, শিবগঞ্জে ৩, আদমদীঘিতে ৩, সারিয়াকান্দিতে ৩, নন্দীগ্রামে ৩, সোনাতলায় ২ এবং ধুনটে একজন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.