খুলনার ৩ হাসপাতালে আরো ৭ জনের মৃত্যু

খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চারজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুইজন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজন রোগীর মৃত্যু হয়েছে।

খুলনা জেনারেল হাসপাতালে ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি। এদিকে, খুলনায় গতকাল পাঁচজনের মৃত্যু হয়েছিল। আর গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল; যা ছিল এ পর্যন্ত খুলনা জেলায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

অন্যদিকে, গতকাল ১০ আগস্ট রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৮২, বাগেরহাটের ২৪, যশোর দুই, নড়াইল ও গোপালগঞ্জে একজনের করে করোনা শনাক্ত হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার বটিয়াঘাটার রাবেয়া (৫০), একই এলাকার আকরাম হোসেন (৭০), বাগেরহাট চিতলমারীর মোবারক শেখ (৯০) এবং ঝালকাঠির রাজাপুরের হাসান আলী (৭৫)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন। যার মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়েলো জোনে ৩৩ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটে ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ বলেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার দৌলতপুর কারিগরপাড়ার মোমেনা বেগম (৫২) ও একই এলাকার ফজলুর রহমান (৯০)। গত ২৪ ঘণ্টায় দুইজন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন। আইসিইউতে রয়েছেন আটজন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২২ জন, তার মধ্যে ১০ জন পুরুষ, আর ১২ জন নারী। গত ২৪ ঘণ্টায় দুইজন রোগী ভর্তি হয়েছিল, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খুলনার শামসুর রহমান রোডের আব্দুল মতিন তরফদারের ছেলে তরফদার আব্দুল মোতালেব (৫৫)। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৫০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। গতকাল ১৪ জনের নমুনা পরীক্ষায় পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।

গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। গতকাল ভর্তি হয়েছেন ছয়জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। গতকাল ২২ জনের নমুনা পরীক্ষায় জার জনের করোনা শনাক্ত হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.