যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পদত্যাগ করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কুমো। ১১ জন নারীকে কুমোর যৌন হয়রানি করার বিষয়টি তদন্ত প্রতিবেদনে উঠে আসার পর চাপের মুখে তিনি পদত্যাগ করলেন। এই নারীদের অধিকাংশই কুমোর জন্য কাজ করেছেন। এছাড়া যৌন হয়রানির অভিযোগ দেওয়ায় কারো কারো বিরুদ্ধে তিনি প্রতিশোধও নিয়েছেন তিনি।
বিবিসি জানায়, কুমোর পদত্যাগ কার্যকর হবে ১৪ দিনের মধ্যেই। ক্ষমতা তখন চলে যাবে লেফটেনেন্ট গভর্নর ক্যাথির হাতে।
এর আগে কুমোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় তার দল ডেমোক্রেটিক পার্টি। প্রেসিডেন্ট জো বাইডেন ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন।
পাঁচ মাস তদন্তের পর গত সপ্তাহে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লাটিশিয়া জেমসের ১৬৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, অ্যান্ড্রু কুমো বর্তমান ও সাবেক সরকারি কর্মীসহ ১১ জন নারীকে জড়িয়ে ধরা, চুমু দেওয়া, অশালীন মন্তব্য করাসহ এমনসব আচরণ করেছেন যাতে অঙ্গরাজ্য ও ফেডারেল আইন লঙ্ঘিত হয়েছে।
তবে প্রতিবেদনটি প্রকাশের পর সংবাদ সম্মেলনে ৬৩ বছরের কুমো দাবি করেছিলেন, ‘আমি কখনোই কাউকে অযাচিতভাবে স্পর্শ করিনি কিংবা অযাচিতভাবে যৌন প্রস্তাব দেইনি।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.